ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে আজীবন স্বরণ রাখার মতো অনন্য মাস। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা অর্জনের চূড়ান্ত অর্জন ডিসেম্বর মাসেই সম্পন্ন হয়। 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতার বিজয় অর্জন করে। তাই বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বর মাস আসলেই বাঙালির হৃদয়ে তীব্র দেশপ্রেম, শ্রদ্ধা, ত্যাগের স্মৃতি জাগ্রত হয়। স্বাধীনতার আনন্দ, গর্ব, বীর শহীদের প্রতি ভালোবাসা আর সম্মান ইত্যাদি সব মিলিয়েই ডিসেম্বর মাস হয়ে উঠে বাংলাদেশের বিজয়ের হাসি, আনন্দ, উল্লাসে ঘেরা অনন্য অসাধারণ দারুণ মাস।
বিজয়ের ডিসেম্বর মাসের মূল্য 😍😍😍😍😍😍
বিজয়ের ডিসেম্বর মাস বাঙালি জাতির আত্মমর্যাদা
আর স্বাধীনতা বা জাতীয় পরিচয়ের প্রতীক যেটা
1971 সালের রক্তাক্ত যুদ্ধের পর সেই ডিসেম্বর
মাসেই বাংলাদেশ বিজয় অর্জন করে নেয় আর
সেই ডিসেম্বর মাসের প্রতিটি দিন আমরা বাঙালি
জাতিকে আমাদের মন থেকে স্বরণ করায় যে
✅ লক্ষ লক্ষ শহীদের অমর রক্তের স্মৃতি
✅ পাকিস্তানি হানাদার দখলদার বাহিনীর
আত্মসমর্পণ করার সেই মুহূর্তটাকে আর
✅ স্বাধীন বাংলাদেশের উত্তাল চেতনা
✅ স্বাধীন বাংলাদেশের উত্তাল চেতনা
ডিসেম্বর মাস মানেই বাঙালি জাতির স্বাধীনতার অনন্য অধ্যায় যেখানে বাঙালি জাতি বুক ভরে বলে যে আমরা স্বাধীন আর আমরা বিজয়ী আর তাই ডিসেম্বর মাস আমাদের হৃদয়ে মুক্তির আনন্দ আর ত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে। ডিসেম্বর মাসের মূল্য কেবল ইতিহাসিক নয়। মানসিক কিংবা সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি গভীর। ডিসেম্বর মাস আমাদেরকে শেখায় স্বাধীনতার মূল্য আর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা বা জাতি হিসেবে আমাদের মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা। বিজয়ের ডিসেম্বর মাসেই বাংলাদেশের মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয় আর নতুন প্রতিজ্ঞা নেয় সাথে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়। বিজয়ের ডিসেম্বর তাই বাঙালি জাতির অস্তিত্ব রাখা আর গৌরব করার অনন্য আর অবিচ্ছেদ্য অংশের মতো।
বিজয়ের ডিসেম্বর মাসে স্মরণীয় কিছু ঘটনা
ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তেউল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা ঘটেছিলো যার মধ্যে
1 ডিসেম্বর বাংলাদেশে যুদ্ধের তীব্র রূপ নেয়
6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়
14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী গণহত্যা করা হয়
16 ডিসেম্বর বিজয়ের পতাকা উত্তলন করা হয়
1 ডিসেম্বর বাংলাদেশে যুদ্ধের তীব্র রূপ নেয়
6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়
14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী গণহত্যা করা হয়
16 ডিসেম্বর বিজয়ের পতাকা উত্তলন করা হয়
ডিসেম্বর মাসের সেই প্রতিটি ঘটনা বাঙালি জাতির
সংগ্রামী পথের অনন্য মাইলফলক হিসেবে পরিচিত
ডিসেম্বর মাসে দেশপ্রেমের উন্মেষ 😍😍😍😍😍
ডিসেম্বর মাস আসলে বাঙালির হৃদয়ে স্বাভাবিকভাবেই দেশপ্রেমের উন্মেষ ঘটে তার কারণঃ 1971 সালের সেই মাসেই আমরা পেয়েছিলাম স্বাধীনতার আনন্দ আর বিজয়ের গৌরব পাশাপাশিঃ পাকিস্তানি হানাদার দখলদার বাহিনীর পরাজয়ের ইতিহাস লেখা মুহূর্ত। ডিসেম্বরের বাতাসেই যেনো ভেসে আসে শহীদের রক্তের স্মৃতি আর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মৃতি। দেশের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ, ভালোবাসা নতুন করে জেগে উঠে। স্কুল, কলেজ, মাদ্রাসায় মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান আর জাতীয় পতাকা উত্তোলন বা বিজয় দিবস উদযাপন ইত্যাদি সব মিলিয়ে দেশপ্রেম আরো অনেক বেশি শক্তিশালী হয়। আমাদের আগামীর নতুন প্রজন্মরা ডিসেম্বর মাসের ইতিহাস জানতে উৎসাহিত হয় আর স্বাধীনতার মূল্য উপলব্ধি করে। তাই ডিসেম্বর মাস বাঙালির মনেতে দেশপ্রেম জাগানোর উজ্জ্বল সময়।
ডিসেম্বর মাস নিয়ে আমাদের করণীয় বিষয়সমূহ
বিজয়ের ডিসেম্বর মাস আমাদের কেবল ইতিহাসমনে করিয়ে দেয় না সেটা শেখায় দায়িত্ববোধের
মূল্য তাই ডিসেম্বর মাসে আমাদের দায়িত্ব হলোঃ
✅ বীরশ্রেষ্ঠ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা
✅ মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে ছড়ানো
✅ মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে ছড়ানো
✅ দেশের সকলের কাছে দেশপ্রেম ছড়ানো
✅ স্বাধীনতার মূল্য বোঝা আর বোঝানো
✅ সমাজ আর দেশের উন্নয়নেই আমাদের
✅ স্বাধীনতার মূল্য বোঝা আর বোঝানো
✅ সমাজ আর দেশের উন্নয়নেই আমাদের
নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করে রাখার চেষ্টা
সেটাই কিন্তু হচ্ছে বিজয়ের ডিসেম্বর মাসের
বাঙালি জাতির সত্যিকার দায়িত্ব আর করণীয়
ডিসেম্বর মাস নিয়ে কিছু মেসেজ 😍😍😍
😍 ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতার গল্প
😍 বিজয়ের ডিসেম্বর মাস আমাদের সকল
শহীদের রক্তের সুগন্ধকে বহন করে থাকে
😍 যতদিন ইতিহাসে বাংলাদেশটা থাকবে
ডিসেম্বর মাস থাকবে বীরত্বের প্রতীক হয়ে
😍 ডিসেম্বর মাস কেবল ক্যালেন্ডারের মাস
নয় সেটা বাংলাদেশের আত্মমর্যাদার পরিচয়
😍 বিজয়ের মাসে আমরা নতুন প্রতিজ্ঞা করি
😍 বিজয়ের মাসে আমরা নতুন প্রতিজ্ঞা করি
স্বাধীনতার পতাকা সবসময় উঁচুতেই রাখবো
ডিসেম্বর মাস মানে বাঙালির জন্য গর্ব, ত্যাগ, বিজয়ের অনন্য প্রতীক। ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতার মূল্য মনে করিয়ে দেয় আর আমাদের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর সম্মান বা ভালোবাসা জানাতে শেখায়। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আগামীর নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস জানিয়ে তাদের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য অনন্য সুযোগ তৈরি করে। বিজয়ের ডিসেম্বর মাস আমাদেরকে আরো মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কেউ উপহার দেয় না স্বাধীনতা অর্জন করতে হয় ত্যাগ আর রক্ত কিংবা সংগ্রামের মাধ্যমে। তাই আমরা যেনো আমাদের বাংলাদেশের ইতিহাসের বিজয়ের ডিসেম্বর মাসের চেতনা বুকে লালন করে সামনের দিকে যেতে পারি আরো অনেক বেশি সমৃদ্ধশালী আর আরো উন্নত সোনার বাংলাদেশ গড়ার দিকেই।
