বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়েরর অন্যতম হলোঃ Gemini Image Generate Prompt 😎😎😎 কয়েকটি সহজ নির্দেশনা লিখলেই Google এর এই এআই মুহূর্তে বানিয়ে ফেলছে চমকপ্রদ সব ছবি। কখনো সেটা হয় বাস্তবের মতো ফটো রিয়েলিস্টিক আর কখনো অ্যানিমে চরিত্র আবার কখনো 3D ফিগারিনের মতো ডিজাইন। ঠিক সেই কারণেই কয়েকদিন ধরেই এই প্রম্পট ব্যবহার করে বানানো ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে উঠছে। মানুষ নিজের বর্তমান আর অতীতকে এক ছবিতে দেখতে পাচ্ছে। প্রিয় চরিত্র বা সেলিব্রিটির সঙ্গে পোলারয়েড স্টাইল ফটো তুলছে কিংবা উৎসবমুখর ঐতিহ্যবাহী সাজে নতুন লুক তৈরি করছে। সৃজনশীলতার এমন সহজ উপায় আগে কখনো পাওয়া যায়নি আর তাই Gemini এখন কেবল একটি এআই টুল নয় জিমিনি নতুন ডিজিটাল ট্রেন্ডের অন্যতম জনপ্রিয় মাধ্যম।
আজকের কনটেন্টে আমরা জানবোঃ জিমিনি ইমেজ জেনারেট কী? জিমিনি ইমেজ জেনারেট প্রম্পট কী? বর্তমানে জিমিনি ইমেজ জেনারেট প্রম্পটের ট্রেন্ড কেমন? কেন বর্তমানে জিমিনি ইমেজ জেনারেট প্রম্পট ভাইরাল হচ্ছে? আমরা কিভাবে নিজে জিমিনি ইমেজ জেনারেট প্রম্পট তৈরি করবো? কোন ধরনের প্রম্পট সবচেয়ে বেশি জনপ্রিয় আর কীভাবে আপনি নিজের জন্য ইউনিক কনটেন্ট বানাতে পারেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা গ্রাফিক ডিজাইনার হন তবেঃ আজকের আমাদের প্রম্পট আইডিয়া আপনার কাজকে আরো সহজ আর আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।
জিমিনি ইমেজ জেনারেট কী?
জিমিনি ইমেজ জেনারেট হলোঃ Google এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার যা লিখিত প্রম্পট থেকে ইমেজ তৈরি করর বা নির্দিষ্ট নির্দেশনা থেকে ছবি তৈরি করে। আপনি কেবল কয়েকটি শব্দ লিখলেই জিমিনি সেই নির্দেশনা অনুযায়ী বাস্তবসম্মত, কার্টুন, অ্যানিমে, ডিজিটাল আর্ট এমনকি 3D ফিগারিন স্টাইলের ছবি বানিয়ে দিতে পারে। এই প্রযুক্তি খুব দ্রুত আর সহজে ব্যবহারযোগ্য হওয়ায় এখন কনটেন্ট ক্রিয়েটর আর গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি অত্যন্ত বেশি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।জিমিনি ইমেজ জেনারেট প্রম্পট কী?
জিমিনি ইমেজ জেনারেট প্রম্পট বা এআই দিয়ে ইমেজ জেনারেট প্রম্পট হলোঃ কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ যা লিখে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেই নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দেয়। সহজভাবে বললেঃ আপনি কী ধরনের ছবি চান যেমনঃ “realistic sunset over mountains in 4K quality” অথবাঃ “anime style character with neon lights” সেটি প্রম্পট আকারে লিখে দিলে জিমিনি সেই অনুযায়ী ছবি জেনারেট করবে। সেই প্রম্পটের মাধ্যমেই সাধারণ ব্যবহারকারী নিজের কল্পনা, নিজের চিন্তা, নিজের সৃজনশীলতাকে ছবিতে রূপ দিতে পারেন আর তাই সেটাকে ডিজিটাল আর্ট আর কনটেন্ট ক্রিয়েশনের নতুন যুগের অন্যতম হাতিয়ার হিসেবে বলা হয়।
বর্তমানে ভাইরাল জিমিনি ইমেজ জেনারেটর প্রম্পটের ট্রেন্ড কেমন রয়েছে?
বর্তমানে জিমিনি ইমেজ জেনারেটর প্রম্পটের ট্রেন্ড দ্রুত বদলাচ্ছে। ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ফটো রিয়েলিস্টিক স্টাইল, 3D কার্টুন, সেলফি স্টাইল ইমেজ, সিনেমাটিক দৃশ্য আর হাইপার ডিটেইল আর্টওয়ার্ক প্রম্পট ব্যবহার করছেন বিশেষ করেঃ "Future City", "Anime Character Design", "Realistic Portrait", "Dreamlike Fantasy Art" ইত্যাদি নিয়ে প্রম্পট Youtube, Facebook, Instagram, Twitter, Tiktok প্লাটফর্মে বেশ ভাইরাল হচ্ছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ভাইরাল Video বা Mim বানাতে জিমিনির ইউনিক ইমেজ জেনারেশন কাজে লাগাচ্ছেন। নতুন এআই প্রম্পট ট্রেন্ড মূলতঃ ভিজ্যুয়ালি ইউনিক আর আকর্ষণীয় বা সোশ্যাল মিডিয়ায় শেয়ারযোগ্য হবার কারণে ব্যাপকভাবে সবার কাছে ছড়িয়ে পড়ছে।কেন বর্তমানে জিমিনি ইমেজ জেনারটর প্রম্পট অনেক বেশি ভাইরাল হচ্ছে?
জিমিনি ইমেজ জেনারেটর প্রম্পট ভাইরাল হবার প্রধান কারণ হলোঃ এর সহজ ব্যবহার আর অসাধারণ ক্রিয়েটিভিটি। মাত্র কয়েকটি শব্দ লিখলেই ব্যবহারকারীরা বাস্তবসম্মত ফটো বা অ্যানিমে চরিত্র বা 3D ফিগারিন বা সিনেম্যাটিক দৃশ্য তৈরি করতে পারেন তাছাড়াঃ সোশ্যাল মিডিয়ায় শেয়ারযোগ্য অনেক ইউনিক আর চোখে পড়ার মতো ছবি দ্রুত মনোযোগ আকর্ষণ করে নেয় সবার। মানুষ নিজেকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে চায় যেমনঃ শৈশব বা বর্তমান মিলিয়ে নস্টালজিক মুহূর্ত তৈরি করতে আর প্রিয় চরিত্র বা উৎসবমুখর লুকে অভিনব ছবি বানাতে সেই প্রম্পট ব্যবহার করছে আর তাই Gemini বর্তমানে বা এখন কেবল একটি এআই টুল নয় এটি একটি ট্রেন্ডসেটার আর ডিজিটাল সৃজনশীলতার নতুন মাধ্যম।জিমিনি ইমেজ জেনারেট কোন কোন প্রম্পট ভাইরাল আর সবচেয়ে বেশি জনপ্রিয়?
বর্তমানে জিমিনি ইমেজ জেনারেটরে বেশ কিছু প্রম্পট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যবহারকারীদের আকর্ষণ করছে বিশেষ করেঃ ফটো রিয়েলিস্টিক সেলফি প্রম্পট যেমনঃ “ultra realistic selfie of a young traveler in Tokyo streets” অনেক জনপ্রিয় পাশাপাশিঃ অ্যানিমে আর কার্টুন চরিত্র বানানোর প্রম্পট যেমনঃ “anime style couple under cherry blossom” Youtube, Facebook, Instagram, Tiktok, Twitter প্লাটফর্মে দারুণ সাড়া পাচ্ছে তাছাড়াঃ ফিউচারিস্টিক সিটি যেমনঃ “futuristic cyberpunk Dhaka city at night” ফ্যান্টাসি আর্ট যেমনঃ “dreamlike fairy forest in cinematic light” প্রম্পট বর্তমানে বেশ ট্রেন্ডে রয়েছে। আবার বিভিন্ন উৎসব কিংবা সাংস্কৃতিক থিম যেমন ঈদ বা হ্যালোইন বা বড়দিনকে ঘিরে তৈরি প্রম্পট দ্রুত ভাইরাল হয়ে যায়। সংক্ষেপে বললেঃ যে প্রম্পট ভিজ্যুয়ালি ইউনিক আর নস্টালজিক বা শেয়ারযোগ্য সেই প্রম্পট বর্তমানে সবচেয়ে বেশি ব্যাপক জনপ্রিয় হচ্ছে।কিভাবে আমি নিজে জিমিনি ভাইরাল প্রম্পট তৈরি করতে পারবো?
জিমিনিতে নিজের ভাইরাল প্রম্পট বানাতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি যার প্রথমেই প্রম্পটকে সহজ কিন্তু আকর্ষণীয় করতে হবে যেমনঃ স্পষ্টভাবে বিষয়, স্টাইল, অয়েদার উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপঃ “realistic portrait of a Bengali traditional bride in cinematic lighting” দ্বিতীয়তঃ বর্তমানে যেসব থিম বেশি ভাইরাল হচ্ছে যেমন future city, anime, cartoon, cultural fusion ইইত্যাদি সে অনুযায়ী প্রম্পট তৈরি করতে পারেন তৃতীয়তঃ সঠিক কীওয়ার্ড ব্যবহার করুন যেমনঃ realistic, hyper detailed, ultra 4K ultra 8k cinematic, dreamy ইত্যাদি এছাড়াঃ প্রম্পটে ট্রেন্ডিং ইভেন্ট কিংবা ভাইরাল সোশ্যাল মিডিয়া থিম যুক্ত করলে দ্রুত জনপ্রিয়তা পাওয়া যায়। নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করলেই আপনি নিজস্ব ভাইরাল প্রম্পট তৈরি করে নিতে পারবেন সহজেই।আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন
আমাদেরকে ফলো করতে পারেন
আমাদেরকে ফলো করতে পারেন