বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ কেবল যোগাযোগের মাধ্যম নয়। অনলাইন ইনকামের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ব্যবসা কিংবা মার্কেটিংয়ের কাজ কিংবা কাস্টমার সার্ভিস সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ বট আর হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া আর প্রোডাক্ট বিক্রি বা অ্যাফিলিয়েট লিংক শেয়ার করা বা সার্ভিস প্রোমোশন করা সম্ভব। হোয়াটসঅ্যাপ বটের সবচেয়ে বড় বিষয় হলোঃ কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়া হোয়াটসঅ্যাপ বট সহজেই তৈরি করা যায়। আর তাইঃ ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, নতুন উদ্যোক্তা ইত্যাদি ইত্যাদি সবার জন্য হোয়াটসঅ্যাপ বট হতে পারে নির্ভরযোগ্য অনলাইন ইনকামের মূল উৎস। আমাদের আজকের কনটেন্টে আমরা বিস্তারিত জানবোঃ হোয়াটসঅ্যাপ বট কী? হোয়াটসঅ্যাপ বট তৈরির সঠিক পদ্ধতি? হোয়াটসঅ্যাপ বট তৈরির সকল টুলস? হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে ইনকামের উপায়সমূহ? হোয়াটসঅ্যাপ বটের মাসিক ইনকাম মডেল আর হোয়াটসঅ্যাপ বট থেকে ইনকামের কিছু প্রো টিপস সম্পর্কে যেটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রীতে আর সহজ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ বট তৈরি করে ইনকাম করতে অনেক বেশি সাহায্য করবে।
আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন
হোয়াটসঅ্যাপ বট আসলে কী 🤔🤔🤔🤔🤔🤔
হোয়াটসঅ্যাপ বট হচ্ছে স্বয়ংক্রিয় চ্যাট সিস্টেম যা কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর মেসেজের উত্তর দেয়। এটি এমনভাবে প্রোগ্রাম করা হয় যে কেউ নির্দিষ্ট কোনো প্রশ্ন করলে বট তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা উত্তর পাঠায় কিংবা প্রয়োজনীয় লিংক দেয়। ব্যবসায়িক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বটের ব্যবহার গ্রাহক সেবা, প্রোডাক্ট ইনফরমেশন, অর্ডার গ্রহণ, প্রোমোশনাল মেসেজ পাঠাতে অত্যন্ত দারুণভাবে কাজ করে। হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে চব্বিশ ঘণ্টা সার্ভিস দেওয়া সম্ভব যা ব্যবসার সময়, শ্রম, খরচ অনেক কমিয়ে আনে। সংক্ষেপে বলতে গেলেঃ হোয়াটসঅ্যাপ বট হলো ভার্চুয়াল সহকারী যা মানুষের মতো কথোপকথন করে ব্যবসা আর যোগাযোগকে অনেক বেশি সহজ করে তোলে।
হোয়াটসঅ্যাপ বট তৈরি করার পদ্ধতি কী ?????
হোয়াটসঅ্যাপ বট তৈরি করার নিয়ম অনেক সহজ কারণঃ বর্তমানে অনেক নো কোড প্ল্যাটফর্ম রয়েছে যেটার মাধ্যমে যে কেউ কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই হোয়াটসঅ্যাপ বট বানাতে পারে। প্রথমেঃ তোমাকে Whatsapp Business Account তৈরি করতে হবে যেটি বট চালানোর জন্য প্রয়োজনীয়। তারপরঃ Many Chat, Wati IO, Twilio Whatsap API ইত্যাদির মতো জনপ্রিয় বট বিল্ড প্ল্যাটফর্ম বেছে নিতে হবে আর সেই প্ল্যাটফর্মে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে নিতে হবে। তারপরঃ গ্রাহকের সাধারণ প্রশ্ন অনুযায়ী “Auto Reply” ও “Quick Reply” মেসেজ সেট করতে হবে যাতে বট স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারে। সবশেষে বটটি টেস্ট করে চালু করতে হবে। সেই পদ্ধতিতে খুব সহজেই নিজের হোয়াটসঅ্যাপ বট তৈরি করে অনলাইন ইনকাম করার পথে যেতে পারবেন।
হোয়াটসঅ্যাপ বট তৈরি করার প্রয়োজনীয় টুলস
হোয়াটসঅ্যাপ বট তৈরি করার টুলস হিসেবে কিছু নির্ভরযোগ্য টুলস আর প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় যেটার মাধ্যমে সহজেই নিজের হোয়াটসঅ্যাপ বট সেটআপ করতে পারবে। প্রথমেই দরকার হবে Whatsapp Business Account কারণঃ সাধারণ অ্যাকাউন্টে বট সংযোগ করা যায় না। তারপরঃ Many Chat, Wati IO, Twilio Whatsap API ব্যবহার করে বট তৈরি করা যাবে। সবচেয়ে জনপ্রিয় নো কোড বট বিল্ডার টুলস বা প্রফেশনাল বট বিল্ডার টুলস যদি আপনি অ্যাফিলিয়েট বা মার্কেটিং লিংক অটোমেশন করতে চান তাহলেঃ Chat API বা Gupshup IO ব্যবহার করা যেতে পারে তাছাড়াঃ Flow XO দিয়ে সহজে চ্যাট ফ্লো ডিজাইন করা যায়। সেই সব টুলস ব্যবহার করলে সম্পূর্ণ কার্যকর, পেশাদার, ইনকাম রেডি হোয়াটসঅ্যাপ বট তৈরি করতে পারবেন সহজেই।
হোয়াটসঅ্যাপ বট থেকে ইনকাম করার উপায়
হোয়াটসঅ্যাপ বটে ইনকামের উপায় হিসেবে বিভিন্ন রয়েছে। সঠিক কৌশল জানলে সেটি হতে পারে নির্ভরযোগ্য অনলাইন আয়ের অন্যতম উৎস। হোয়াটসঅ্যাপ বট দিয়ে ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হলোঃ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। আপনি বটে বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে পারেন যাতে ইউজার ক্লিক করে কিছু কিনলেই কমিশন পাওয়া যায়। দ্বিতীয়তঃ নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা যায় যেমনঃ ডিজাইন, ইবুক, কোর্স ইত্যাদি। তৃতীয়তঃ অন্যদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট বট তৈরি করে সার্ভিস চার্জ নিতে পারো যা অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যেই সেটা করছে তাছাড়াঃ বটের মাধ্যমে ব্র্যান্ড প্রোমোশন বা স্পন্সর করা অ্যাড দেখিয়ে আয় করা সম্ভব হয় আর উন্নত পর্যায়ে গিয়ে আপনি নিজের বট সার্ভিসের জন্য সাবস্ক্রিপশন মডেল চালু করতে পারবেন যেখানে ইউজার ফি দিয়ে অটোমেটেড সেবা গ্রহণ করবে।
হোয়াটসঅ্যাপ বটের মাসিক ইনকাম মডেল
হোয়াটসঅ্যাপ বট থেকে মাসিক ইনকাম নির্ভর করে আপনি কী রকমের বট তৈরি করছো আর কতজন ইউজার ব্যবহার করছে বা কোন ইনকাম মডেল ফলো করছো তার উপর। সাধারণভাবেঃ যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেট বট চালান তাহলে মাসে গড়ে $50 থেকে $200 ডলার পর্যন্ত আয় করা সম্ভব হবে। বিজনেস সাপোর্ট বা সার্ভিস বট তৈরি করে বিক্রি করলে প্রতি প্রজেক্টে $100 থেকে $300 ডলার পর্যন্ত আয় করা যায় আবার ব্র্যান্ড প্রোমোশন বা স্পন্সরশিপ অ্যাড যুক্ত করলে মাসে অতিরিক্ত $20 থেকে $100 ডলার পর্যন্ত আয় হতে পারে। যারা সাবস্ক্রিপশন ভিত্তিক বট সার্ভিস চালায় তারা প্রতি ইউজারের কাছ থেকে মাসে $5 থেকে $20 পর্যন্ত ফি নিতে পারে সেটার পুরোটাই নির্ভর করে আপনার দক্ষতা আর আপনার বটের উপর। সঠিক সেটআপ, প্রচার, ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ইনকাম কিন্তু তত দ্রুত আর বেশি বাড়বে।
হোয়াটসঅ্যাপ বটে ইনকাম করার প্রো টিপস
হোয়াটসঅ্যাপ বট থেকে সফলভাবে ইনকাম করতে হলে কেবল বট তৈরি করলেই হবে না। কিছু কিছু কৌশলগত বিষয় মাথায় রাখা জরুরি হবে। প্রথমতঃ বটের মাধ্যমে ইউজারকে ভ্যালু দিতে হবে অর্থাৎ সেই তথ্য বা সেবা দিতে হবে যা ব্যবহারকারীর কাজে আসে। দ্বিতীয়তঃ অটোমেশন কিংবা মার্কেটিংয়ের ব্যবহার করো। বটকে কেবল চ্যাট টুল না ভেবে প্রোমোশন আর বিক্রির মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে। তৃতীয়তঃ ইন্টার্যাকটিভ রিপ্লাই, কুইক বাটন, ইমেজ যুক্ত করতে হবে তাতে করে ইউজার রিটেনশন বাড়বে। চতুর্থতঃ Meta Verified Whatsapp Business Account ব্যবহার করতে হবে যাতে বটের বিশ্বাসযোগ্যতা বাড়ে। শেষ কথা হিসেবে বললেঃ নিয়মিত বটের অ্যানালাইটিক্স দেখে বট আপডেট করতে হবে কোন মেসেজ বেশি কনভার্ট করছে সেটা বিশ্লেষণ করে বটের উন্নতি আনতে হবে আর সেই সব কৌশল মেনে চললে বট থেকে ইনকাম অনেক দ্রুত বাড়বে।
আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন