প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ সম্পর্কে জেনে নিন বিস্তারিত

bird sanctuary AND artificial waterfall view AT Moulvibazar Bird Park AND Eco Village


বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা যা তার চা বাগান আর সবুজ বনভূমি আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু ব্যাপক পরিচিত আর সেই মৌলভীবাজারেই অবস্থিত প্রকৃতির অনন্য রত্ন Moulvibazar Bird Park AND ECO Village যারা প্রকৃতি আর পাখিপ্রেমী আছেন তাদের জন্যই কেবলমাত্র স্বর্গরাজ্যের মতো। বার্ড পার্কটি কেবল পাখি দেখার স্থান নয় সেটি ইকো ভিলেজ হিসেবে পরিচিত যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পরিবেশের সঙ্গে সমন্বয় করে দেশি বিদেশি ভ্রমণকারীদের জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্য আর শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করা হয় যেটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর।

আমাদের ভ্রমণ রিলেটেড আরো কনটেন্ট পড়তে নিচের লিংকে ক্লিক করুন 😎😎😎😎😎😎😎



মৌলভীবাজার বার্ড পার্কের বৈশিষ্ট্য

মৌলভীবাজার বার্ড পার্কের মূল আকর্ষণ হলোঃ সেখানে দেখা মিলে যায় বিভিন্ন প্রজাতির দেশী বা বিদেশি পাখি আর প্রাণীদের মিলনমেলা। সেখানে দেখা যায় দেশি বিদেশি অসংখ্য প্রজাতির পাখি আর দেশি বিদেশি হাঁস মুরগ ইত্যাদি আর সাথে আরো কিন্তু দেখতে পারেন অসংখ্য প্রজাতির দেশি বিদেশি প্রাণীর দেখা। পাখি আর প্রাণীদেরকে নিয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে সাজানো সেই পার্কটি কিন্তু সবাইকে শিক্ষামূলক আর অনেক বেশি বিনোদনমূলক অভিজ্ঞতা দেয়। প্রাণী পর্যবেক্ষণের পাশাপাশিঃ সেখানে রয়েছে প্রকৃতি প্রদর্শনী আর ঘুরাঘুরি করার মতো অনন্য মনোমুগ্ধকর জায়গা যেখানে বাচ্চারা থেকে বড়রা সকলের জন্যই কিন্তু আনন্দের অমূল্য উৎস। প্রাণীসংস্থান ব্যবস্থাকে পর্যবেক্ষণ করে কিন্তু ভ্রমণকারীরা সেখান থেকে প্রাণীসংস্থান সম্পর্কে অনেক কিছুই শিখতে পারেন।


মৌলভীবাজার ইকো ভিলেজের বৈশিষ্ট্য

মৌলভীবাজার বার্ড পার্কের মধ্যেই অবস্থিত ইকো ভিলেজ যেটা প্রকৃতিপ্রেমীদের কাছে পরিবেশবান্ধব জীবনধারা প্রদর্শনের জন্য পরিচিত। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে নির্মিত সেই ইকো ভিলেজটি পর্যটকদের জন্য শান্তি আর আনন্দদায়ক পরিবেশের অভিজ্ঞতা প্রদান করে। ভ্রমণকারীরা সেখানে কেবলমাত্র পর্যবেক্ষক হিসেবেই নয়। চাইলে সেখানে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে প্রকৃতি রক্ষার আর টেকসই জীবনধারার শিক্ষা নিতে পারেন। ইকো ভিলেজে বড়রা থেকে বাচ্চারা আর ছাত্র ছাত্রীদের জন্য পিকনিক স্পটে পিকনিকের আয়োজন করার সুবিধা রয়েছে আর খেলাধুলা বা ঘুরাঘুরি করে সময় কাটানোর মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে আর ইকো ভিলেজের কিছু কটেজ রয়েছে যেখানে পর্যটকরা চাইলে রাতযাপন করতে পারেন। সেটি মূলতঃ দূরের বা বিদেশি পর্যটক আর হানিমুন দম্পতিদের জন্য বিশেষ আকর্ষণ। আরো আছে প্রাকৃতিক লেক বা সবুজ গাছপালা আর ফুল বা ফসলের বাগান সাথে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণীদের ভাস্কর্য যেখানে ফটোসেশনের জন্য দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞতা দেয় আর ভ্রমণকারীদের অসাধারণ মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় তাছাড়াঃ সেখানে বড় সুবিধা হিসেবে রয়েছে গ্রামীণ স্টাইলে রেস্টুরেন্টে খাবারের অনন্য সুবিধা।


মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের অবস্থান আর যাত্রাপথের গাইডলাইন জেনে নিন

বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ঠিকানা হলোঃ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ প্রান্তে আজমেরু গ্রামে অবস্থিত। সবুজ ফসলি জমি আর গ্রামীণ আবহের ভেতরে থাকা প্রাণ প্রকৃতিকে কাছে টেনে নেবার মতো অনন্য ভ্রমণ স্থান হলোঃ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ। মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার থেকে অফিসবাজারের দিকে যাওয়া পাকা গ্রামীণ সড়কে করে কিছু দূর গেলেই দেখা মিলবে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের। ঢাকা সহ যেকোনো জায়গা থেকে মৌলভীবাজার আসতে চাইলে আপনাকে বাসে করে আসতে হবে আর চাইলে ট্রেনে করে আসা যাবে তবেঃ ট্রেনে করে আসতে চাইলে কিন্তু আপনাকে প্রথমে মৌলভীবাজারের সবচেয়ে কাছের রেল স্টেশন শ্রীমঙ্গল রেল স্টেশনে আসতে হবে তারপরঃ সেখান থেকে আপনাকে প্রাইভেট কার, বাস, অটোরিক্সা বা সিএনজি করে সেখানে যেতে হবে আবার আপনি সিলেট শহর থেকে আসতে চাইলে আপনাকে বাস বা প্রাইভেট কারে করে মাত্র দেড় ঘণ্টার পথ পেরিয়ে আসতে পারেন সেখানে।


রিসোর্টে ঢুকার টিকিট মূল্য লিস্টসমূহ

✅ ছাত্রদের জন্য টিকিট মূল্যঃ 300 টাকা
✅ বাচ্চাদের জন্য টিকিট মূল্যঃ 200 টাকা
✅ বাকি সবার জন্য টিকিট মূল্যঃ 600 টাকা



কাছাকাছি ঘুরে দেখার জায়গা

মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের আশেপাশে পরিবার বা বন্ধুবান্ধব বা সহপাঠীদের নিয়ে ঘুরে দেখার মতো জায়গা কিন্তু প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে দেয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঘন বন আর মাধবকুন্ড বা হামহাম ঝরনার শব্দ আর মাধবপুর লেক বা শমসেরনগর ক্যামেলিয়া লেকের সৌন্দর্য আর শ্রীমঙ্গলের চা বাগানের সবুজ সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি আরো অসংখ্য জায়গা। সব মিলিয়ে কিন্তু মৌলভীবাজার যেনো প্রকৃতির অনন্য স্বর্গরাজ্য। প্রত্যেকটি জায়গাই তার নিজস্ব সৌন্দর্যে অনন্য। যারা মৌলভীবাজা আসেন তাদের জন্য বার্ড পার্ক ভ্রমণের পাশাপাশিঃ সেই সব জায়গা অনায়াসেই কিন্তু পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করে দেয় যেটা স্মৃতিতে গেঁথে থাকে সারা জীবন অমলিন হয়ে।

Post a Comment

Previous Post Next Post

Smart Blog Zone Offers

Smart Blog Zone Offers