আন্তর্জাতিক মানবাধিকার দিবস কেন পালন করা হয় আর জেনে নিন তার ইতিহাস

Colorful Abstract Design Featuring yellow and light green and sky colour human shape with white colour star symbol centered ON Pink Background


বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর 10 ডিসেম্বর আন্তজার্তিকভাবে বিশ্বব্যাপী পালন করা হয়। 1948 সালের 10 ডিসেম্বরের দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করে Universal Declaration OF Human Rights ( UDHR ) ইতিহাসিক দলিল যা বিশ্বের প্রতিটি মানুষের জন্মগত অধিকারকে স্বীকৃতি দেয়। বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষের জন্য সম অধিকার নিশ্চিত করাই হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবসের মূল লক্ষ্য আর মানবাধিকারের মূলনীতিকে বিশ্বের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই বিশ্ব মানবাধিকার দিবসের মূল উদ্দেশ্য যেখানে আজো বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতন, বৈষম্য, সংঘাত কিংবা মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে। তাই মানবাধিকার দিবস কেবলমাত্র যে স্মরণ দিবস তা কিন্তু নয়। সেটা ন্যায়বিচার আর মানবিক মূল্যবোধ বা স্বাধীনতা প্রতিষ্ঠার বৈশ্বিক অঙ্গীকারের প্রতীক। মানবতার রক্ষা আর ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিশ্ব মানবাধিকার দিবসের মূল্য খুব বেশিই অপরিসীম।


আন্তর্জাতিক মানবাধিকার দিবস কী ???????

মানবাধিকার দিবস হলোঃ মানুষের জন্মগত কিছু
স্বাভাবিক অধিকার যেটা কোনো দেশের সরকার
আর কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সেটা
কেড়ে নিতে পারে না যার ভিতরে রয়েছেঃ
🟠 জীবন আর স্বাধীনতার অধিকার
🟠 নিজেদের মত প্রকাশের অধিকার
🟠 শিক্ষার আর স্বাস্থ্যসেবার অধিকার
🟠 নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা অধিকার
🟠 ধর্মীয় রীতিনীতি পালন করার স্বাধীনতা
🟠 অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার


আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ইতিহাস ???

বিশ্ব মানবাধিকার দিবসের সূচনা হয় 1948 সালের 10 ডিসেম্বর তারিখে যখন জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত করে Universal Declaration OF Human Rights ( UDHR ) মানব ইতিহাসের প্রথম সার্বজনীন অধিকার সনদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর নির্যাতনের অভিজ্ঞতা বিশ্বকে বাধ্য করেছিল সেই রকম নীতিমালা তৈরিতে যা সকল শ্রেণী পেশার মানুষের মর্যাদা আর স্বাধীনতা রক্ষায় কাজ করবে। UDHR 30 টি অনুচ্ছেদে জীবন, স্বাধীনতা, শিক্ষা, নিরাপত্তা, সমতা, মত প্রকাশের মতো মৌলিক অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়। যাতে বিশ্বব্যাপী মানবাধিকার সচেতনতা বৃদ্ধি আর বৈষম্য, নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলে।


আন্তর্জাতিক মানবাধিকার দিবস কেন মূল্যবান

বিশ্ব মানবাধিকার দিবস মূল্যবান কারণঃ সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি মানুষ জন্মগতভাবে সমান মর্যাদা, স্বাধীনতা, অধিকার নিয়ে পৃথিবীতে আসে। বিশ্বের বিভিন্ন স্থানে আজো কিন্তু নির্যাতন, বৈষম্য, দমন পীড়ন আর অন্যায়ের ঘটনা ঘটে। তাই বিশ্ব মানবাধিকার দিবস বিশ্ববাসীকে মানবতার পক্ষে জরো হতে উদ্বুদ্ধ করে। সেই দিন মানবাধিকারের মূল্য উপস্থাপন করে আইন, শিক্ষা, গণমাধ্যম, সামাজিক আন্দোলনের ভূমিকা জোরালো করে। রাষ্ট্র আর সমাজকে মানুষকেন্দ্রিক নীতি গ্রহণে উৎসাহিত করে বিশেষ করেঃ নারীদের, শিশুদের, প্রতিবন্ধীদের, প্রান্তিক জনগোষ্ঠীদের নিরাপত্তা আর অধিকার নিশ্চিত করতে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করে। মানবাধিকার দিবস ন্যায়বিচার, সমতা, শান্তির ভিত্তিতে থাকা উন্নত বিশ্ব গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করে তুলে।



আজকের বিশ্বে মানবাধিকারের অসুবিধাসমূহ

UDHR প্রণীত হয়েছে বহু আগে তবু আজ পর্যন্ত
পুরো বিশ্বজুড়ে বহু মানুষ অধিকার বঞ্চিত আর
সেই বিশ্ব মানবাধিকারের কিছু অসুবিধাসমূহ
🟠 যুদ্ধ কিংবা সংঘাত আর দখলদারিত্ব
🟠 দারিদ্র্যতা আর ক্ষুধা নিবারন অসুবিধা
🟠 নারী আর শিশুদের নির্যাতন অসুবিধা
🟠 মানব পাচার আর নির্যাতন অসুবিধা
🟠 মত প্রকাশ করার স্বাধীনতার অসুবিধা
🟠 বর্ণীয়বৈষম্য আর ধর্মীয়বৈষম্য অসুবিধা

তেমন পরিস্থিতিতে মানবাধিকার দিবস বিশ্বকে
স্মরণ করিয়ে দেয় যে সকল শ্রেণি আর পেশার
মানুষের মর্যাদাকে কখনোই ক্ষুণ্ন করা যাবে না


মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় বিষয়

✅ অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা
✅ মানবিক মূল্যবোধকে সবসময় মেনে চলা
✅ সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো
✅ মত প্রকাশ করার স্বাধীনতাকে সম্মান করা
✅ সকলের প্রতিই দায়িত্বশীল আচরণ করা
✅ মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা


মানবাধিকার দিবস পালনের উপায় 🤔🤔🤔

⭐ সচেতনতা বৃদ্ধি করার জন্য ক্যাম্পেইন করা
⭐ মানবাধিকার বিষয়ক সেমিনার আর কর্মশালা
⭐ শিক্ষা প্রতিষ্ঠানে মানবাধিকার বিষয়ক শিক্ষা
⭐ সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক ছড়ানো
⭐ মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিদেরকে
সম্মাননা প্রদান করা আর তাদের অনুসরণ করা


বিশ্ব মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের প্রতিটি মানুষ সমান মর্যাদা আর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রাখে। উন্নত, শান্তিপূর্ণ, সমতা ভিত্তিক বিশ্ব গড়তে হলে মানবাধিকার রক্ষা করা কিন্তু আমাদের সকলের কাছে প্রথম দায়িত্ব। তাহলে সবাই চলুনঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৈষম্যহীন পৃথিবী গড়তে আমরা সবাই মিলে আজ থেকেই সচেতন হয়ে মানবতার পাশে দাঁড়াই !!!!!!!!!!!

Post a Comment

Previous Post Next Post

Smart Blog Zone Offers

Smart Blog Zone Offers