নতুন বছর নিয়ে ইসলাম কি বলে ????? জেনে নিন বিস্তারিত

ইসলামের দৃষ্টিতে নতুন বছর কেমন ????? নতুন বছর নিয়ে ইসলাম কি বলে ????? আপনি কি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানতে চান ????? তাহলে বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই অবশ্যই পড়ুন আমাদের আজকের কনটেন্টটি >>>

নতুন বছর মানে নতুন আশা আর নতুন পরিকল্পনা বা নতুন করে জীবনকে সাজানোর অঙ্গীকার। পৃথিবীর বিভিন্ন দেশে নতুন বছর উদযাপন নানা রঙ্গে রঙ্গিন হয় কিন্তু ইসলাম নতুন বছর উপলক্ষে উৎসব করা সম্পর্কে কী বলে সেটাই অনেক মুসলমানের সাধারণ প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে নতুন বছরকে কেমনভাবে দেখা হয় আর ইসলামের দৃষ্টিতে নতুন বছরে কোন কোন কাজ করা উচিত বা ইসলামের দৃষ্টিতে নতুন বছরে কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত সেই সব বিষয় নিয়েই থাকছে পুরোপুরি বিস্তারিত সকল আলোচনা।


নতুন বছর উদযাপন নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম হচ্ছে সেই জীবনব্যবস্থা যা মানুষের প্রতিটি কাজকে সঠিক নিয়মের মাধ্যমে পরিচালনা করতে শেখায়। নতুন বছর নিয়ে উৎসব উদযাপন করার সাথে ইসলাম সরাসরি কোন নিষেধাজ্ঞা দেয়নি। আবার আলাদা কোনো নতুন বছর নিয়ে উৎসব পালন করার জন্য উৎসাহ দেয়নি। ইসলাম অন্ধ অনুকরণকে নিরুৎসাহিত করেছে আর তেমন সব কাজ থেকে বিরত থাকতে বলেছে যা ধর্মীয় গন্ডি অতিক্রম করে থাকে তবেঃ নতুন বছরের সূচনার সময় আত্মসমালোচনা করা আর তাওবা বা ভালো কাজে ফিরে আসার সংকল্প করা ইত্যাদি সেই সব বিষয় ইসলাম সম্মত আর অনেক বেশি প্রশংসনীয়। ইসলাম সময়ের মূল্য বুঝাতে জোর দেয়। তাই নতুন বছরের সূচনাতেই জীবনের লক্ষ্য ঠিক করা আর ইবাদতে মনোযোগ বাড়ানো বা অপচয় কমানো ইত্যাদি সেই সব কাজ করা যেতে পারে। কিন্তু গান বাজনা, অশ্লীলতা, মদ্যপান, অতিরিক্ত আনন্দ উল্লাস করা ইত্যাদি ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। সহজ কথায় বললেঃ নতুন বছরকে উদযাপন করার উৎসব হিসেবে নয়। জীবনের জন্য অনন্য বড় পরিবর্তনের সুযোগ হিসেবে দেখা উচিত।


নতুন বছরে মুসলমানের করণীয় কাজ কী ???

নিজেকে নিয়ে বেশি আত্মসমালোচনা করা
গত বছরের ভুলকে পর্যালোচনা করে নতুন বছরে
ভালো কাজে মনোযোগ দিতে ইসলাম নির্দেশ করে
জীবনের নতুন লক্ষ্যের জন্য পরিকল্পনা করা
ইসলাম পরিকল্পনার জীবন পরিচালনার কথা বলে
তাই নতুন বছরে নিজের ইবাদত, চরিত্র, দান, সদকা
বা পরিবার চালনায় উন্নতির পরিকল্পনা করা ভালো
বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা
নতুন বছরের সূচনাতেই আল্লাহর কাছে নিজেদের
জীবনের জন্য বরকত আর সুস্বাস্থ্য বা হালাল সব
রিজিক সাথে সবসময় হেফাজত থাকার দোয়া করা
ভালো কাজ করার মন মানসিকতা বৃদ্ধি করা
কুরআন তিলাওয়াত আর তাওবা বা নফল নামাজ
বা দান সদকা বা গরিব অসহায় মানুষদের পাশে
দাঁড়ানো ইত্যাদি সেটা যেকোনো সময়ই ইসলামের
দৃষ্টিতে অনেক বেশি ভালো আর বেশ মর্যাদার কাজ


নতুন বছর উদযাপনের নামে যেসব কাজ করা থেকে বিরত থাকা উচিত সবসময় ⚠️⚠️⚠️⚠️

⚠️ গান, বাজনা, নাচ, অশ্লীল সকল কাজ থেকে
⚠️ মেয়েদের অশোভন পোশাকে অনুষ্ঠান থেকে
⚠️ মদ্যপান বা হারাম আসরে অংশগ্রহণ থেকে
⚠️ রাতভর ঘুরাঘুরি আর বাজি ফাটানো থেকে
⚠️ অতিরিক্ত সব খরচ আর অপচয় করা থেকে

ইসলামে নিষিদ্ধ থাকা কাজ থেকে যেকোনো সময়ই
বিরত থাকার নির্দেশ রয়েছে সেটা কিন্তু নতুন বছরে
নিয়ে উদযাপন উপলক্ষে তার কোনো ব্যতিক্রম নয়



ইসলাম কি গ্রেগোরিয়ান নতুন বছরকে স্বীকৃতি দেয় বা ইসলাম কি ইংরেজি নতুন বছরকে স্বীকৃতি দেয় 🤔🤔🤔🤔🤔🤔🤔

ইসলাম ধর্মীয়ভাবে গ্রেগোরিয়ান নতুন বছর বা ইংরেজি নতুন বছরকে কোনো বিশেষ মর্যাদা বা উৎসব উদযাপন করার হিসেবে স্বীকৃতি দেয় না কারণঃ সেটা খ্রিষ্টানদের ইতিহাসভিত্তিক সৌর ক্যালেন্ডার। ইসলামের নিজস্ব বছর গণনা হলোঃ হিজরি ক্যালেন্ডার যা চাঁদের উপর ভিত্তি করে পরিচালিত হয় আর যার প্রকৃত নতুন বছর হয় মহররম মাসের প্রথম তারিখে তবেঃ গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বা বছর ব্যবহার করা নিষিদ্ধ নয়। রাষ্ট্রীয় সকল কাজ, ব্যবসা, শিক্ষা, দৈনন্দিন জীবনের সুবিধার জন্য সেই ক্যালেন্ডার ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ বৈধতা রয়েছে। কেবলমাত্র শর্ত হলোঃ সেই দিনের সাথে কোনো ধর্মীয় উৎসব আর অনুকরণ বা ইসলামবিরোধী আনন্দ আর উৎসব যুক্ত করা যাবে না। সহজ কথায় বললেঃ গ্রেগোরিয়ান নতুন বছর বা ইংরেজি নতুন বছর নিয়ে ইসলাম ধর্মীয়ভাবে স্বীকৃতি দেয় না কিন্তু আমাদের বাস্তব জীবনে সেটা পুরোপুরিভাবেই ব্যবহার করার জন্য অনুমতি দেয়।


নতুন বছরকে মুসলিমরা কীভাবে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

নতুন বছরের সূচনা মুসলিমদের জন্য আত্মশুদ্ধি আর নতুনভাবে জীবন গঠন করার মূল্যবান সময় হতে পারে। সেই সময় নিজেদের গত বছরের করা সকল ভুল পর্যালোচনা করে তাওবা করা আর ইবাদতে মনোযোগ বাড়ানোর সংকল্প করা কিন্তু অনেক বেশি প্রশংসনীয় পাশাপাশিঃ নতুন বছরে নিয়মিত নামাজ আদায় করা আর কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা বা বেশি বেশি করে দান সদকা করা সাথে সকল পাপ কাজ করা থেকে দূরে থাকার পরিকল্পনা করা ইসলামসম্মত। নিজের চরিত্র গঠন উন্নয়ন করা আর পরিবারের প্রতি দায়িত্ব পালন করা বা সময় ব্যবস্থাপনা করা বা হালাল উপার্জন করার জন্য প্রতিশ্রুতি করা নতুন বছরকে ইতিবাচক করে তুলতে পারে তাছাড়াঃ নতুন বছর উপলক্ষে জীবনের লক্ষ্য তালিকা তৈরি করে তা বাস্তবায়ন করার চেষ্টা করা ইসলামের দৃষ্টিতে উপকারী। সহজ কথায় বললেঃ নতুন বছরকে কেবল উষৎসব হিসেবেই উদযাপন করা নয়। উন্নত আর সত্য সঠিক বা আল্লাহভীরু জীবন গঠনের অনন্য নতুন সুযোগ হিসেবে কাজে লাগানোই উচিত।



ইসলাম কখনোই নতুন বছরকে হুমকি বা নিষেধাজ্ঞার বিষয় বলে না। ইসলাম নতুন বছরকে সময় আর জীবনের মূল্য বুঝতে শেখায়। নতুন বছরের সূচনা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি করা আর নতুন নতুন পরিকল্পনা করা বা মহান আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসার সুযোগ হতে পারে তবেঃ ইসলামবিরোধী উৎসব উদযাপন করা আর সকল হারাম কাজ করা বা অশ্লীল আচার আচরণ থেকে সর্বদা দূরে থাকা জরুরি। তাই আমরা সবসময় সঠিক পথে চললে নতুন বছর হতে পারে আমাদের জন্য অনন্য রহমত আর বরকতময় নতুন অধ্যায়ের সূচনা।

Post a Comment

Previous Post Next Post

Smart Blog Zone Offers

Smart Blog Zone Offers