ব্লগার ডট কম https://www.blogger.com দিয়ে তৈরি করা অয়েবসাইটে অনেক সময় হঠাৎ করে ভিজিটর কমে যায় অথবা ভিজিটর আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় বিশেষ করেঃ যেখানে যখন 24 ঘণ্টায় 200 থেকে 300 বা তার অনেক বেশি ভিজিটর আসতো সেখানে আচমকাই 20 থেকে 30 বা তার নিচে নেমে আসে !!!!! সেই বিষয়টা কিন্তু নতুন বা পুরোনো সব ব্লগারের জন্যই দুশ্চিন্তার অন্যতম কারণ 😔😔😔😔😔 কিন্তু চিন্তার কোনো কিছু নেই !!!!! সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে সেই রকম সমস্যা হয় আর তার সঠিকভাবে সমাধান নিলে আবারো কিন্তু আগের মতো ট্রাফিক ফিরে আসে 😍😍😍😍😍
আমাদের আজকের কনটেন্টে বিস্তারিত আলোচনা
হবে ব্লগারে আচমকা ট্রাফিক বন্ধ হবার কারণ
যেমনঃ >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
🟠 ব্লগারের ট্রাফিক আসা বন্ধ হয়ে যাবার
প্রধান কারণসমূহ আর তার বিস্তারিত বিশ্লেষণ
🟠 খুবই দ্রুত ট্রাফিক পুনরুদ্ধার করার করণীয়
🟠 সবশেষে ব্লগারের ট্রাফিক নিয়ে কিছু টিপস
🟠 খুবই দ্রুত ট্রাফিক পুনরুদ্ধার করার করণীয়
🟠 সবশেষে ব্লগারের ট্রাফিক নিয়ে কিছু টিপস
ব্লগারের আচমকা ট্রাফিক আসা বন্ধ হয়ে যাবার প্রধান কারণ কী কী রয়েছে জেনে নিন বিস্তারিত
ব্লগার অয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার পেছনে সাধারণত কয়েকটি মূল্যবান কারণ কাজ করে। ব্লগার অয়েবসাইটের ট্রাফিক বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হলোঃ Google Algorithm Update যার ফলে অনেক সময় ভালো র্যাংকিংয়ের পোস্ট নিচে নেমে যায় বা র্যাংক কমে যায় পাশাপাশিঃ ট্রাফিক দ্রুত কমে যায় তাছাড়াঃ Low Quality Content অথবা Thin Quality Content থাকলে GOOGLE সেটাকে মূল্য দেয় না ফলেঃ ইমপ্রেশন আর ক্লিক কমে যায়। অনেক সময় ইনডেক্সিংয়ের সমস্যা যেমনঃ পোস্ট ইনডেক্স না হওয়া বা পুরোনো পোস্ট ডি ইনডেক্স হয়ে যাওয়া অথবা robots.txt ভুল কনফিগারেশন থাকা ইত্যাদি সেই সব কারণে ট্রাফিক প্রায় শূন্যে নেমে আসে। আবার ব্লগার অয়েবসাইটের ট্রাফিক আসা বন্ধ হওয়ার অন্যতম বড় কারণ হলোঃ টেমপ্লেট বা টেকনিক্যাল ইস্যু যেমনঃ Page Speed কম আর Mobile Usability Error And Schema Error যা পোস্টের র্যাংকে সরাসরি প্রভাব ফেলে দেয়। সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসলে কিন্তু সেই সোর্স বন্ধ থাকলে ভিজিটর কমে যায় তাছাড়াঃ কপিরাইট সমস্যা বা স্প্যাম ব্যাকলিংক বা অতিরিক্ত SEO অথবা Keyword Stuffing সেই সব কিছু GOOGLE আপনার সাইটকে অপ্রয়োজনীয় বা কমমানের হিসেবে উপস্থাপন করে। সেই সব বিষয় মিলিয়েই ব্লগারের আচমকা ট্রাফিক কমে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
ব্লগারের আচমকা ট্রাফিক আসা বন্ধ হলে করণীয় বিষয়সমূহ কী কী রয়েছে জেনে নিন বিস্তারিত
ব্লগার অয়েবসাইটে ট্রাফিক বন্ধ হয়ে গেলে প্রথমেই কারণ খুঁজে বের করা জরুরি। তার জন্য Google Search Consol সেকশনে গিয়ে তারপরঃ Coverage, Performance, Indexing রিপোর্ট ভালোভাবে চেক করতে হবে। কোনো ইনডেক্স সমস্যা বা মোবাইল ইউজারবিলিটি ইরর বা পেজ স্পিড সমস্যা থাকলে দ্রুত ঠিক করতে হবে পাশাপাশিঃ সর্বশেষ Google Algorithm Update হয়েছে কি না তা দেখে নিতে হবে কারণঃ আপডেটের সময় ট্রাফিক উঠানামা করা সেটা কিন্তু স্বাভাবিক বিষয়।
তারপরঃ আপনার পুরোনো টপ পারফরম্যান্স করা সকল পোস্ট আপডেট করা জরুরি। তাতে নতুন তথ্য যোগ করুন আর টাইটেল বা সাব টাইটেল উন্নত করুন আর ইমেজ অপ্টিমাইজ করুন। তাতে র্যাংক দ্রুত ফিরে আসে। New Fresh Content নিয়মিত পোস্ট করা কিন্তু অত্যন্ত মূল্যবান তার কারণঃ GOOGLE সবসময় নতুন কনটেন্ট পছন্দ করে আর দ্রুত ইনডেক্স করে।
সাইটের Page Speed And Mobile Friendliness And Schema Markup আর সাথে Post Internal Linking ঠিক আছে কিনা দেখে নিন। প্লেজিয়ারিজম বা কপিকরা কনটেন্ট থাকলে তা সরিয়ে ফেলুন। যদি Robots.txt অথবা Custom Redirect Option নিয়ে কোনো ভুল কনফিগারেশন থাকে তাহলে সেটা দ্রুত ঠিক করুন।
সবশেষেঃ সোশ্যাল মিডিয়া যেমনঃ Quora, Pinterest, Facebook, Groups কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ম্যানুয়াল ট্রাফিক আনতে চেষ্টা করুন। নিয়মিত আর মানসম্মত সাথে SEO অপ্টিমাইজড কনটেন্ট প্রকাশ করতে পারলেই কিন্তু ধীরে ধীরে অয়েবসাইটের ট্রাফিক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ব্লগারের ট্রাফিক ঠিক রাখার কিছু মূল্যবান টিপস
⭐ কপি করা কনটেন্ট কখনো ব্যবহার করবেন না⭐ নিয়মিতভাবে প্রতিটি পোস্টকে আপডেট করুন
⭐ প্রতিটি পোস্টেই SEO অপ্টিমাইজেশন করুন
⭐ অয়েবসাইটের পেজ স্পিড সবসময় ঠিক রাখুন
⭐ নিয়মিতভাবে সার্চ কনসোল মনিটর করে রাখুন
⭐ প্রতিটি ব্লগ পোস্টের মধ্যে ইন্টার্নাল লিংক বাড়ান
⭐ প্রতিটি ব্লগ পোস্টের মধ্যে ইন্টার্নাল লিংক বাড়ান
⭐ অয়েবসাইটের ব্যাকলিংক বাড়ানোর চেষ্টা করুন
⭐ ট্রাফিক কমলেই হতাশ হবেন না সেটা সাময়িক
হঠাৎ করে ব্লগার অয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার কারণ হচ্ছে খুবই সাধারণ সমস্যা। বেশির ভাগ সময়ই সেটি সাময়িক হয় যেমনঃ GOOGLE অ্যালগরিদম আপডেট আর কনটেন্ট সমস্যা বা ইনডেক্সিংয়ের ইস্যু বা SEO ভুলের কারণে তেমনটা ঘটে থাকে তবেঃ যদি ঠিকঠাকভাবে Google Search Console দিয়ে সমস্যা চিহ্নিত করা যায় আর নিয়মিত কনটেন্ট আপডেট আর SEO অপ্টিমাইজেশন অথবা অয়েবসাইটের সকল টেকনিক্যাল ইস্যু সমাধান করা হয়। তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্লগার অয়েবসাইটের ট্রাফিক আবার আগের অবস্থায় ফিরে আসে।
হঠাৎ করে ব্লগার অয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার কারণ হচ্ছে খুবই সাধারণ সমস্যা। বেশির ভাগ সময়ই সেটি সাময়িক হয় যেমনঃ GOOGLE অ্যালগরিদম আপডেট আর কনটেন্ট সমস্যা বা ইনডেক্সিংয়ের ইস্যু বা SEO ভুলের কারণে তেমনটা ঘটে থাকে তবেঃ যদি ঠিকঠাকভাবে Google Search Console দিয়ে সমস্যা চিহ্নিত করা যায় আর নিয়মিত কনটেন্ট আপডেট আর SEO অপ্টিমাইজেশন অথবা অয়েবসাইটের সকল টেকনিক্যাল ইস্যু সমাধান করা হয়। তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্লগার অয়েবসাইটের ট্রাফিক আবার আগের অবস্থায় ফিরে আসে।
