জেনে নিন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার পরিচিতি আর ইতিহাস

ইসলামী আদর্শ, নৈতিকতা, ছাত্র আর যুব সমাজ গঠনে বাংলাদেশে অনেক বিভিন্ন ছোট বা বড় সংগঠন কাজ করে যাচ্ছে। তার মধ্য থেকে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া অন্যতম ব্যতিক্রম আর সুপরিচিত সুন্নি সংগঠনের নাম। দীর্ঘ সময় যাবত আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি অরাজনৈতিক অবস্থান বজায় রেখে ইসলামী আকীদা আর সুন্নতের অনুসরণ বা নৈতিক চরিত্র গঠনের উপর মূল্য দিয়ে আসছে। ছাত্র আর যুবসমাজকে দ্বীনি সচেতনতা আর আদর্শিক শক্তিতে বলীয়ান করাই হচ্ছে আনজুমানে তালামিযে ইসলামিয়ার মূল লক্ষ্য আর উদ্দেশ্য বা আনজুমানে তালামিযে ইসলামিয়ার পথচলা। আমাদের আজকের কনটেন্টে আমরা জানবোঃ আনজুমানে তালামিযে ইসলামিয়ার ইতিহাস আর আনজুমানে তালামিযে ইসলামিয়ার পরিচয় আর কাজ, লক্ষ, উদ্দেশ্য আর আদর্শিক ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত। যাতে আমরা সবাই বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটির বাস্তব অবস্থান আর বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার অবদান সম্পর্কে অনেক বেশিই স্পষ্টভাবে জেনে নিতে পারি।


আনজুমানে তালামিযে ইসলামের ইতিহাস

আনজুমানে তালামিযে ইসলামের পরিচিতি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হলোঃ বাংলাদেশের অন্যতম সুন্নি সংগঠন। আনজুমানে তালামিযে ইসলামিয়ার প্রতিষ্ঠা সাল হচ্ছেঃ 1980 সালের 18 ই ফেব্রুয়ারিতে আর আনজুমানে তালামিযে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা হলেনঃ সিলেটের প্রখ্যাত আলেম হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) যার পৃষ্ঠপোষকতায় আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি প্রতিষ্ঠিত আর পরিচালিত হয়। আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি প্রথম থেকেই সুন্নী মতবাদী আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়ে আসছে আর প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি দেশের বিভিন্ন বিভাগ আর জেলায় শাখা সংগঠন তৈরি করে আর ছাত্র আর যুব সমাজকে উজ্জীবিত করে ইসলামী নীতি আর আদর্শে পরিচালিত করার উদ্যোগ নেয়। আনজুমানে তালামিযে ইসলাম সংগঠনটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা, বিশ্বাস, ছাত্র সমাজে প্রচার করা আর দ্বীনের পথে আহ্বান জানানো আর বিভিন্ন সামাজিক বা জনকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে মূল্যবান ভূমিকা রাখার জন্য পরিচিত যার মূল লক্ষ্য হলোঃ আমাদের তরুণ প্রজন্মদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠা করা।


আনজুমানে তালামিযে ইসলামিয়ার মূল উদ্দেশ্য

বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া মূলতঃ
নিচের উপস্থাপিত লক্ষ্য সামনে রেখে কাজ করেঃ
✅ ইসলামের আদর্শের প্রচার করাঃ আহলে সুন্নাত
ওয়াল জামাআতের আকীদা বা বিশ্বাস আর প্রকৃত
ইসলামী আদর্শ ছাত্র আর যুবসমাজে প্রচার করা
✅ তরুণ ছাত্র আর যুবসমাজকে সংগঠিত করাঃ
ছাত্র আর যুব সমাজদেরকে তাদের ইসলামি আর
সামাজিক সব দায়িত্ব পালনের জন্য সংঘবদ্ধ করা
✅ আত্মিক বা নৈতিকতার বিকাশঃ ছাত্র আর যুব
সমাজদেরকে আত্মিক, নৈতিক, মানবিক যোগ্যতার
বিকাশকে সাধন করা আর মহান আল্লাহর ইবাদতে
মনোনিবেশ করার কার্যকরী পন্থাকে অবলম্বন করা
✅ বাতিল আর উগ্র মতবাদীদের থেকে দূরে রাখাঃ
ছাত্র আর যুব সমাজদের বাতিল আর উগ্র মতবাদ
থেকে ফিরিয়ে দিয়ে হেদায়েতের পথে আহ্বান করা
✅ সততার আর ন্যায়বোধের নিয়মকে তৈরি করাঃ
ছাত্রসমাজ আর যুবসমাজ যেনো সবসময় সততা
আর ন্যায়বোধকে নিয়ে জীবনকে পরিচালিত করে
সেই সব লক্ষ্যকে সামনে নিয়ে সবসময় কাজ করা
✅ আল্লাহ আর রাসূলের সন্তুষ্টিকে অর্জনঃ মহান
আল্লাহ আর রাসূলের সন্তুষ্টির জন্য সমাজ গঠনে
সবসময় কাজ করা আর ছাত্র আর যুবসমাজকে
মহান আল্লাহ আর রাসূলের পথে পরিচালিত করা
✅ বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলাঃ
ছাত্র আর যুবসমাজকে মেধার বিকাশের মাধ্যমে
সুশিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশের জন্য অনন্য
মানবসম্পদ আর সুনাগরিক হিসেবে গড়ে তোলা


আনজুমানে তালামিযে ইসলামিয়ার সব কার্যক্রম

বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিভিন্ন
রকমের কার্যক্রম পরিচালনা করে থাকে তার মধ্যে
উল্লেখযোগ্য যে সকল কার্যক্রম রয়েছে সেটা হলোঃ
⭐ ঈমানের প্রতি দৃঢ়তা আর নৈতিকতার উন্নয়নের
জন্য ইসলামী আলোচনা করা আর কর্মসূচী পালন
⭐ দ্বীনি সকল শিক্ষা, চর্চা, সভা, মাহফিল, মিলাদ
আর ক্বিয়ামের মাহফিল সমাজে আয়োজন করা
⭐ ছাত্রসমাজের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি
⭐ দরিদ্র আর অসহায়দেরকে সহায়তা কর্মসূচি
⭐ ইসলামি সব উতসব বা বিশেষ দিন উদযাপন
যেমনঃ ঈদে মিলাদুন্নবী (সাঃ) কর্মসূচি আয়োজন


আনজুমানে তালামিযে ইসলামিয়ার অবস্থান

বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বাংলাদেশের ইসলামী ছাত্র আর যুব সংগঠনের মধ্যে অন্যতম স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। আনজুমানে তালামিযে ইসলামিয়া মূলতঃ সুন্নী আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে বিশ্বাসী অরাজনৈতিক ছাত্র আর যুব সংগঠন যার কার্যক্রম দাওয়াত, শিক্ষা, নৈতিক সংস্কারকেন্দ্রিক। প্রতিষ্ঠালগ্ন থেকে আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি মাদরাসা আর সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি সচেতনতা আর সুন্নতের অনুসরণ বা ইসলামী সংস্কৃতি চর্চায় অনেক বেশি মূল্য দিয়ে আসছে। বর্তমানে আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি বিভাগ, জেলা, থানা আর স্থানীয় পর্যায়ে নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মশালা আর ইসলাহী মজলিস বা শিক্ষা সহায়তার পাশাপাশিঃ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রাজনৈতিক প্রতিযোগিতার বাইরে থেকে ইসলামী মূল্যবোধের রক্ষায় কাজ করাটাই হচ্ছে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার মূল অবস্থানটা।



সার্বিকভাবে বলা যায়ঃ বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি আদর্শভিত্তিক ইসলামী ছাত্র আর যুব সংগঠন যা রাজনৈতিক সম্পৃক্ততার বাইরে থেকে ছাত্র আর যুবসমাজকে দ্বীনি আর নৈতিকভাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সোচ্চারভাবে। আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটির অবস্থান সুস্পষ্ট ইসলামী আকীদা আর সুন্নতের অনুসরণ বা নৈতিক চরিত্র গঠন করাই আনজুমানে তালামিযে ইসলামিয়ার মূল লক্ষ্য। শিক্ষা, দাওয়াত, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে আনজুমানে তালামিযে ইসলামিয়া তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে ভূমিকা রাখছে। আনজুমানে তালামিযে ইসলামিয়া সংগঠনটি তার মূল আদর্শে সবসময় অবিচল রয়েছে আর ভবিষ্যতে ইসলামী শিক্ষা আর চরিত্রবান ছাত্র আর যুব গঠনে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার ভূমিকা আরো অনেক বেশি সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Smart Blog Zone Offers

Smart Blog Zone Offers